বিনোদন বিভাগে ফিরে যান

বাঙালি রীতিতে অনুষ্ঠান, বিপাশা বসুর ‘মিষ্টি’ মেয়ের অন্নপ্রাশনের ভিডিও সমাজমাধ্যমে

June 13, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুম্বইতে থেকেও বাঙালি আদব-কায়দা ভোলেননি বিপাশা। নামকরণ থেকে মুখেভাত সবেতেই তাই বাঙালিয়ানার ছোঁয়া।

গতকাল মেয়ের মুখে ভাতের ভিডিও শেয়ার করেছেন বিপাশা বসু। যেখানে দেখা যাচ্ছে লাল রঙের বেনারসি শাড়িতে সাজিয়ে ছোট্ট দেবী ওরফে ‘মিষ্টি’-র মুখে ভাতের আয়োজন করা হয়েছে। বিপাশা বসুকেও দেখা যায় লাল, সাদা সালওয়ার কামিজে সেজে দেবীর অন্নপ্রাশন অনুষ্ঠানে হাজির হতে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই অনুষ্ঠানের কিছু মুহুর্তের ভিডিও শেয়ার করেছেন বিপাশা। যেখানে বাঙালি রীতি মেনে দেবীকে প্রথম ভাত খাওয়ানো হয়। ধান, দুর্বা দিয়ে করা হয় আশীর্বাদ। দেখুন ভিডিও…

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘মিষ্টি’মেয়ের অন্নপ্রাশনের সুন্দর কিছু মুহূর্তের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bipasha Basu, #Rice ceremony, #Social Media, #mishti

আরো দেখুন