খেলা বিভাগে ফিরে যান

ক্যারাবিয়ান সফরই শেষ সুযোগ, সংশয়ে হিটম্যান রোহিতের চাকরি?

June 14, 2023 | < 1 min read

সংশয়ে অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ! ছবি সৌজন্যে: Sportskeeda

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংশয়ে অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর প্রশ্নের মুখে তাঁর অধিনায়কত্ব। রোহিতের নেতৃত্বে ভারত ৮৩টির মধ্যে ৬২টি ম্যাচ জিতেছে। কিন্তু এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ফেল করছেন অধিনায়ক রোহিত, বারবার ব্যর্থ হিটম্যান। আসন্ন ক্যারিবিয়ান সফরে টেস্ট সিরিজে তিনি অধিনায়ক হিসেবে থাকবেন কিনা তা ঘিরে সংশয় ছিল। যদিও সর্বশেষ খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়ত রোহিতই নেতৃত্ব দেবেন। মনে করা হচ্ছে, আসন্ন দুটি টেস্টই রোহিতের শেষ সুযোগ।

শোনা যাচ্ছে, বিসিসিআই হয়ত রোহিতের সামনে কয়েকটি শর্ত রাখতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল করলেই অধিনায়ক রোহিতের চাকরি বাঁচাবে। না হলে দায়িত্ব ছাড়তে হবে। ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করেছে বিসিসিআই। তাই রোহিতকে হয়ত সরাতে চাইবে না ভারতীয় বোর্ড।

রোহিতের পরিবর্তে কে অধিনায়ক হবেন? সেই প্রশ্ন নিয়ে জল্পনা বাড়ছে। কোহলি কি ফের অধিনায়কত্ব পাবেন? চেতেশ্বর পূজারার জায়গা টলমল। শুভমন অনভিজ্ঞ। হার্দিক বহুদিন টেস্ট দলের বাইরে। রবীন্দ্র জাদেজা, অশ্বিনের মতো ক্রিকেটারদের টেস্ট দলের অধিনায়ক করার দাবিও উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Cricket Team, #BCCI, #Rohit Sharma

আরো দেখুন