এবার করোনা আক্রান্ত তৃণমূল নেতা দেবু টুডু
পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা তৃণমূলের রাজ্য সমন্বয় কমিটির সদস্য দেবু টুডু করোনা আক্রান্ত। এর আগে তাঁর নিরাপত্তারক্ষী করোনা পজিটিভ হয়েছিলেন। দেবু টুডুর কোনও উপসর্গ না থাকায় বাড়িতে রেখেই চিকিৎসা হবে।
অন্যদিকে কলনা সুপার স্পেশালিটি হাসপাতালের গাইনো বিভাগের এক আয়ারও শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপরেই তড়িঘড়ি হাসপাতালের শিশু বিভাগ থেকে ছুটি দেওয়া হয় শিশু ও প্রসূতিদের। আয়ার ছাড়াও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে কালনা মহকুমা হাসপাতালের এসএনসিইউ বিভাগে কর্মরত এক নার্সের। এরপরেই এসএনসিইউ বিভাগে ভর্তি থাকা শিশুদের অন্যত্র সরিয়ে সেখানে জীবাণুনাশক স্প্রে করা হয়। করোনা আক্রান্ত নার্সকে চিকিৎসার জন্য কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এক নার্সের স্বামীরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যা নিয়ে উদ্বিগ্ন জামালপুর হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, জেলায় করোনা আক্রান্তের গ্রাফ দিনের পর দিন উর্ধ্বমুখী হচ্ছে। জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৮২ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। শুধুমাত্র শনিবার রাত পর্যন্ত জেলায় ৩৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
আক্রান্তের সংখ্যা এই ভাবে বেড়ে চলায় প্রশাসন ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত টানা তিনদিন জেলার বর্ধমান, মেমারি, কালনা ও কাটোয়া পৌরসভা এলাকায় ও বেশকিছু পঞ্চায়েত এলাকায় লকডাউন জারি করেছে। যে যে পঞ্চায়েত এলাকায় লকডাউন জারি করা হয়েছে তারমধ্যে রয়েছে বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান ১, সরাইটিকর ও বেলকাস পঞ্চায়েত এলাকা। পাশাপাশি লকডাউন চলবে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর, সমুদ্রগড় ও শ্রীরামপুর পঞ্চায়েত এলাকা। এছাড়াও জেলা প্রশাসন মেমারির ১ ব্লকের দেবীপুর পঞ্চায়েত এলাকায় ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত লক ডাউন জারি করেছে। পাশাপাশি ২৯ জুলাই রাজ্য জুড়ে হবে লকডাউন।
এর আগেও রাজ্যের শাসকদলের একাধিক বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। দমকলমন্ত্রী সুজিত বসু ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তাঁরা সকলেই সুস্থ হয়ে গিয়েছেন। এদিকে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ। পানিহাটির বিধায়ক তথা বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষও করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। তবে তিনিও সুস্থ হয়ে উঠেছেন