রাজ্য বিভাগে ফিরে যান

ইউসিজির বিরূদ্ধে আন্দোলন তীব্র করার হুঙ্কার তৃণমূল শাখা সংগঠনগুলির

July 26, 2020 | < 1 min read


কলেজ-বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে পরীক্ষার সিদ্ধান্তের বিরোধীতা করে এর আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পরীক্ষার বিরোধীতায় সওয়াল করে আলাদা একটি চিঠি পাঠিয়েছিল রাজ্যের উচ্চশিক্ষা দফতরও। কিন্তু একটা চিঠিরও জবাব দেয়নি কেন্দ্র।

এমতাবস্থায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলি কেন্দ্রের এই ফরমানের বিরোধীতায় আন্দোলন আরো তীব্র করার সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরূদ্ধে দেশের ভিন্ন রাজ্য থেকে এক করোনা আক্রান্ত সহ মোট ৩১ জন পড়ুয়া সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও সরকারের এই সিদ্ধান্তের বিরূদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে।

এই ভয়াবহ কোভিড পরিস্থিতিতেও সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিতে চায় ইউজিসি। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, দিল্লী, মহারাষ্ট্র ও ওড়িশা সাফ জানিয়েছে, বহু কলেজেই যেখানে কোয়ারেন্টিন সেন্টার, এই পরিস্থিতিতে এখন তা সম্ভব নয়। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ইউজিসি। আর এই সিদ্ধান্তের বিরূদ্ধেই প্রতিবাদ আরো তীব্র করার কথা জানিয়েছে শাসক দলের শাখা সংগঠনগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #UGC

আরো দেখুন