COWIN তথ্য ফাঁস-কান্ডের জের, উত্তাল সংসদীয় কমিটির বৈঠক

নাগরিকদের তথ্য নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে বৈঠক ছিল।

June 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
উত্তাল সংসদীয় কমিটির বৈঠক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘কো-উইন’ পোর্টাল থেকে তথ্য ফাঁসের অভিযোগে উত্তাল দেশ। করোনা টিকা প্রাপ্ত ভারতীয়দের ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে প্রথম খবর প্রকাশ করেছিল দৃষ্টিভঙ্গি। গতকাল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন তথ্য ফাঁস নিয়ে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, সে খবর প্রকাশ করেছিল দৃষ্টিভঙ্গি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তথ্য ফাঁসকে কেন্দ্র করে উত্তাল হয় সংসদীয় কমিটির বৈঠক। কেন ফাঁস হল দেশবাসীর তথ্য? কোনও জবাবই দিতে পারল না মোদী সরকার। বিরোধী দলের সাংসদের প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি সরকারের প্রতিনিধিরা, এমনই খবর। তথ্য-প্রযুক্তি মন্ত্রকের অফিসাররা প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও খবর মিলেছে।

নাগরিকদের তথ্য নিরাপত্তা এবং গোপনীয়তা নিয়ে বৈঠক ছিল। ডেটা প্রোটেকশন বিলের অংশ হিসেবেই কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির তরফে বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই কো-উইনের তথ্য ফাঁস নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। কার্তি চিদম্বরম, জহর সরকারসহ বেশ কয়েকজন বিরোধী সাংসদ প্রশ্ন তোলেন, তথ্য কী করে ফাঁস হয়ে গেল? তা নিয়ে সরকার কেন চুপ? কেন তথ্য ফাঁস নিয়ে আলোচনা করা যাবে না? সরকারের তথ্য ভাণ্ডারের নাগাল যদি কেউ পেয়ে যায়, সেক্ষেত্রে আধারের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টসহ যাবতীয় গোপন তথ্যের কোনও নিরাপত্তাই থাকবে না। কো-উইন থেকে তথ্য ফাঁস নিয়ে আলোচনার বিরুদ্ধে ছিলেন বিজেপি সাংসদরা। গণেশ সিং, নিশিকান্ত দুবে, তেজস্বী সূর্যর মতো বিজেপি সাংসদরা বিতণ্ডায় জড়ান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen