মহাকাশযান ভয়জারের যাত্রাপথের ছবি প্রদর্শন সায়েন্স সিটিতে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৭৭ সালে ভয়জার ১ ও ২ মহাকাশে পাঠিয়েছিল নাসা। মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা একটি মাইলস্টোন। ভয়জারের মাধ্যমে পৃথিবী দেখেছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও চাঁদকে। এবার সায়েন্স সিটির ফুলডম থিয়েটারে লার্জ ফরম্যাটের নতুন ছবি ‘ভয়জার: দ্য নেভার-এন্ডিং জার্নি’ দেখার সুযোগ মিলবে।
শুক্রবার ‘ভয়জার: দ্য নেভার-এন্ডিং জার্নি’র উদ্বোধন করলেন চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর জেনারেল সমরেন্দ্র কুমার, সায়েন্স সিটির ডিরেক্টর প্রমোদ গ্রোভার প্রমুখ।
আজ শনিবার থেকে সায়েন্স সিটির ফুলডম অডিটোরিয়ামে দেখা যাচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে শো শুরু। সাতটি শো অনুষ্ঠিত হবে বাংলা-হিন্দি ও ইংরেজি ভাষায়। টিকিটের মূল্য ছাত্রছাত্রীদের জন্য ৫০ টাকা ও সাধারণ দর্শকদের জন্য ১০০ টাকা।