খেলা বিভাগে ফিরে যান

জানুয়ারিতে রঞ্জি, প্রকাশিত হল ভারতীয় ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি

June 19, 2023 | < 1 min read

প্রকাশিত হল ভারতীয় ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রকাশিত হল ভারতীয় ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি। আগামী জানুয়ারির ৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ২০২৩-২৪ রঞ্জি মরশুম। লিগ পর্বের খেলাগুলি শেষ হবে ১৯ ফেব্রুয়ারী৷ নক-আউট পর্যায় শুরু হতে পারে ২৩ শে ফেব্রুয়ারি থেকে। ফাইনাল শুরু হবে ১৪ মার্চ। রঞ্জি ট্রফিতে, এলিট এবং প্লেট নামে দুটি বিভাগ করা হচ্ছে। এলিট বিভাগে আটটি দলের চারটি গ্রুপ থাকবে। ছটি দল থাকছে প্লেট বিভাগে।

এক নজরে এলিট ও প্লেট গ্রুপের দলগুলি:

এলিট গ্রুপ A: সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, বিদর্ভ, হরিয়ানা, সার্ভিসেস এবং মণিপুর।
এলিট গ্রুপ B: বাংলা, অন্ধ্র, মুম্বাই, কেরালা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম এবং বিহার।
এলিট গ্রুপ C: কর্ণাটক, পাঞ্জাব, রেলওয়ে, তামিলনাড়ু, গোয়া, গুজরাট, ত্রিপুরা এবং চণ্ডীগড়।
এলিট গ্রুপ D: মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বরোদা, দিল্লি, ওড়িশা, পন্ডিচেরি এবং জম্মু ও কাশ্মীর।
প্লেট গ্রুপ: নাগাল্যান্ড, হায়দ্রাবাদ, মেঘালয়, সিকিম, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ।

২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে দলীপ ট্রফি। দেওধর ট্রফি শুরু হবে ২৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট। ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে। বিজয় হাজারে ট্রফি ৫০-ওভারের চ্যাম্পিয়নশিপ ২৩ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ranji Trophy, #Indian cricket, #Domestic tournaments, #Cricket, #BCCI

আরো দেখুন