কোন রাশি সবচেয়ে বিশ্বাসযোগ্য, কাদের এড়িয়ে চলাই ভাল?

তাতে নাকি সম্পর্ক মধুর হয়। যদিও এর কোনও সত্যতা নেই।

July 27, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

অনেক মানুষ আছেন, যারা প্রথম দর্শনে বিশ্বাসযোগ্য মনে না হলেও পরে দেখা গেল তাদেরকেই সবচেয়ে বেশি বিশ্বাস করা যায়। আজ  যে আপনার খুব ভালো বন্ধু, কাল সে আপনার শত্রু হয়ে উঠবে না, এরকম ভাবার কোন কারণ নেই। তাই রাশি মিলিয়ে প্রেম করার কথা বলেন জ্যোতিষিরা। তাতে নাকি সম্পর্ক মধুর হয়। যদিও এর কোনও সত্যতা নেই।

দেখে নিন কোন রাশির জাতক কতটা বিশ্বাসযোগ্য:

মেষ ( মার্চ ২১-এপ্রিল-১৯)

মেষ রাশির সব জাতকের মনই বেশি উড়ু উড়ু প্রকৃতির হয়। এঁরা সবসময় নতুন কিছু চ্যালেঞ্জ খোঁজেন। এরা ভীষণ অ্যাডভেঞ্চারাস হয়ে থাকে। এরা বার বার সঙ্গী বদল করেন। এদের উদ্ভাবনী শক্তি অসাধারণ। কিন্তু স্বার্থপর হয় এরা। এরা নিজেদেরই সবচেয়ে বেশি ভালোবাসে।     

বৃষ (২০ এপ্রিল-২০মে)

এই রাশির জাতকেরা একটু বেশিই ন্যাকা হয়। এদের অন্যের সাথে মানিয়ে গুছিয়ে চলতে সমস্যা হয়। এরা ভীষণ আদর  ভালোবাসে। অহংকার তো থাকেই। কিন্তু খুব সহজে প্রেমকে এরা ছেড়ে যায় না। বন্ধু এবং পরিবারের পরামর্শ শোনে।   

মিথুন (২১মে-২০জুন)

এই রাশির জাতকেরা খুব সুন্দর কথা বলতে পারে। সেই সঙ্গে গুছিয়ে কাজ করতে ভালোবাসে।  আসলে এরা মিষ্টির ছুরি। এদের  মধ্যে দুরকম ব্যক্তিত্ব থাকে। কখন যে এদের হাতে আপনি ঠকে যাবেন, ভাবতেও পারবেন না। আবার হয়ে উঠতে পাবে ভীষণ বিশ্বাসযোগ্য।

কর্কট (২১জুন-২২জুলাই)

এরা অত্যন্ত ভরসাযোগ্য। প্রেমিক বা প্রেমিকা হিসেবে অত্যন্ত বিশ্বাসযোগ্য। এরা যখন কোনও কথা দিলে কথা রাখে।  এরা খুব সহজ সরল হয়।

সিংহ ( জুলাই ২৩-২২ অগস্ট)

এই রাশির জাতকরা খুব উদার, রোম্যান্টিক এবং সৃজনশীল। নিজের কাজ নিয়েই থাকতে ভালোবাসে। কাউকে নকল করে চলার মতো মানসিকতা থাকে না। এছাড়াও এরা খুব বিশ্বাসযোগ্য। এরা খুব ভালো নেতা হতে পারে।

কন্যা (২৩ অগস্ট-২২ সেপ্টেম্বর)

যে কোনও কিছুকেই এরা খুব যত্ন সহকারে দেখে। উপক্ষিত হলে এরা খুব সহজেই কোন সম্পর্ক থেকে সরে আসতে পারে। তবে এরা খুব সহজেই নিজের কথা ঘুরিয়ে দিতে পারে। 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কিছু ক্ষেত্রে তুলা রাশির জাতকেরা বেশ বিশ্বাসযোগ্য হয়। মূলত বন্ধুত্বের ক্ষেত্রে। বন্ধুদের পাশে এরা সবসময় থাকে। কোনও কারণে যদি এই রাশির জাতের সঙ্গে ভালো বন্ধুত্ব হয় তাহলে তা সারাজীবন থেকে যায়। 

তবে তুলারা তাদের ইমোশন কনট্রোল করতে পারে না। দুম দাম খারাপ কথা বলে বসে। তবে এরা কিন্তু বাবা মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। কিন্তু বিরোধ ও সংঘাত এরা একদম পছন্দ করে না।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

এরা খুব আবেগপ্রবণ হয়। কিন্তু এরা বিশ্বাসঘাতকও হয়। কখন অনুগত হবে আর কখন হিংসে করবে বুঝতেও পারবেন না। এরা সবসময় সবাইকে নিজের অধিকারে রাখতে চায়। সেই অধিকার না পেলেই হিংস্র মনোভাব পোষণ করে।

ধনু (নভেম্বর ২২-২১ ডিসেম্বর)

এই রাশির জাতকেরা খুব সহজেই প্রেমে পড়ে। কিন্তু তা ক্ষনস্থায়ী হয় না। আজ কাউকে ভালো লাগলে কাল অন্যকে ভালো লাগে। এরা কখনও প্রতিশ্রুতি দিলে তা রাখতে পারে না। আর নিজের প্রয়োজনে খুবই বিশ্বাসঘাতক হয়।  

মকর (ডিসেম্বর ২২-জানুয়ারি ১৯)

এরা খুবই অনুগত হয়। এরা খুব জেদি হয়। সহজে হার মানে না। কোন কিছু করার সংকল্প নিলে তা করেই ছাড়ে। এছাড়াও এরা খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারে। সম্পর্ক রক্ষা করতেও এরা পারদর্শী। এদের প্রচুর পরিচিতি থাকে।        

কুম্ভ (জানুয়ারি ২০-ফেব্রুয়ারি১৮)

এরা  মানুষ হিসেবে খুব ভালো হয়। এরা সকলকে ভালোবাসে। তবে এরা নিজেরা খুব বিভ্রান্ত হয়। সহজেই আনুগত্য স্বীকার করে। কিন্তু খারাপ মানুষদের এরা খুবই ঘৃণা করে। তাদের দোষ সবার সামনে ধরিয়ে দিতে মুহূর্তের জন্যও ভাবে না।   

মীন ( ফেব্রুয়ারি ১৯-মার্চ ২০)

এরা খুব সংবেদনশীল হয়। নিজের কল্পনার জগতে থাকে। ভীষণ ভালো প্রেমিক এবং বন্ধু হতে পারে। এরা খুবই অনুগত আর বিশ্বস্ত হয়। সেই সঙ্গে এরা সৃজনশীলও হয়।   

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen