← দেশ বিভাগে ফিরে যান
২০০০ টাকার নোট প্রত্যাহার কেন? RBI-এর জবাবে হতবাক আরটিআই কর্মী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি আরবিআই (RBI) ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। আচমকা কেন এই সিদ্ধান্ত নিয়েছিল আরবিআই, তা নিয়ে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। আরটিআই কর্মী সাকেত গোখেল আরটিআই করে আরবিআই’র কাছে ২০০০ টাকার নোট প্রত্যাহারের কারণ জানতে চান।
এই আরটিআই’র জবাবে আরবিআই’র তরফে বলা হয়েছে, তারা এ’বিষয়ে কোনও রকম তথ্য দিতে পারবে না। কারণ, বিষয়টি ভারতের বৈদেশিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে।
আরবিআই’র জবাবের পরিপ্রেক্ষিতে সাকেত টুইটারে লেখেন, আরবিআই আমাকে উদ্ভট একটি তথ্য দিয়েছে। তারা জানিয়েছে বিষয়টি ভারতের বৈদেশিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে। সাকেতের প্রশ্ন, ২০০০ টাকার নোট প্রত্যাহারের বিষয়টির সাথে ভারতের বৈদেশিক সম্পর্কের যোগ কোথায়?