রাজ্য বিভাগে ফিরে যান

কেমন থাকবে আজ কলকাতার আবহাওয়া, দক্ষিণবঙ্গের কোথায় ভারী বৃষ্টি? একনজরে

June 21, 2023 | < 1 min read

কলকাতার আবহাওয়া, ছবি সৌজন্যে- telegraph

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার প্রবেশ ঘটেছে। তবুও এখনও পর্যন্ত ভারী বৃষ্টির দেখা নেই। অন্যদিকে ভারী থেকে অতি বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২২ ও ২৩ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে। আগামী ২-৩ দিনের মধ্যে বাংলার সব জায়গায় বর্ষা প্রবেশ করবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২২ তারিখ দুই মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, এবং নদীয়ার দু’এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশে ঢুকে পড়বে মৌসুমী বায়ু।

বর্ষা প্রবেশ করলেও কলকাতায় এখনও পর্যন্ত ভারী বৃষ্টি হয়নি। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকে পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #kolkata weather, #monsoon, #Heavy Rain, #Weather Update, #Weather Report

আরো দেখুন