দেশ বিভাগে ফিরে যান

বিলগ্নিকরণই এখন রুটিন, LIC-কে ফের বিক্রির বাজারে নামাচ্ছে মোদী সরকার?

June 22, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: LIC-র শেয়ার বিক্রি করে এক ধাক্কায় ২১ হাজার কোটি টাকা ঘরে তুলেছিল মোদী সরকার। যদিও এরপরেই এলআইসির শেয়ারের মূল্য তলানিতে এসে ঠেকেছে, যার জেরে মাথায় হাত পড়েছে ক্রেতাদের। এলআইসির শেয়ার বিক্রির কথা ভাবছে মোদী সরকার।

ইতিমধ্যেই অর্থমন্ত্রক তরফে বিদেশি লগ্নিকারীদের সঙ্গে দু’দফায় আলোচনা হয়েছে। এলআইসির শেয়ার কেন বাজারে প্রভাব ফেলতে পারছে না, পাশাপাশি ফের কবে শেয়ার বিক্রির প্রস্তুতি নেওয়া উচিত, ইত্যাদি জানতে চাওয়া হয়েছে বিদেশি লগ্নিকারীদের কাছে। অর্থমন্ত্রক আরও দুই শতাংশ শেয়ার বিক্রি করে দিতে চাইছে। যা থেকে ফের একবার প্রমাণিত হল, লাভজনক, উচ্চসম্পদযুক্ত সরকারি সংস্থা বিক্রি করে ভাঁড়ার ভর্তি করানোকে মোদী সরকার রুটিন বানিয়ে ফেলেছে।

দেশি ও বিদেশি পরামর্শদাতা সংস্থা এবং লগ্নিকারীরা সাফ জানাচ্ছে, এমন চলতে থাকলে, আগামীদিনে এলআইসির শেয়ার বিক্রি ধাক্কা খাবে। কারণ, মানুষের উৎসাহ ও আগ্রহ থাকবে না। শেয়ারের দর উচ্চমূল্য রাখা যাবে না। জোড়া কারণে, সরকারের লক্ষ্য পূরণ হওয়া কার্যত অসম্ভব।

এলআইসি নিয়ে মোদী সরকার কী করতে চাইছে? অর্থমন্ত্রকের তথ্য বলছে, গত এক অর্থবর্ষে এলআইসির নতুন পলিসি ক্রয় অনেকটাই কমে গিয়েছে। নতুন আয়কর ব্যবস্থায় এলআইসি কিনলে বাড়তি করছাড়ের সুযোগ নেই, ফলে করদাতাদের পলিসি কেনার আগ্রহ কমছে। এলআইসির প্রিমিয়াম বাবদ আয় অন্যান্য বছর তুলনায় বিগত অর্থ বছরের শেষ দুই মাসে ৭ হাজার কোটি টাকা কমে গিয়েছে। চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসেও একই অবস্থা চলছে, এই আবহে ফের এলআইসির শেয়ার বিক্রির পথে এগোচ্ছে মোদী সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Modi Government, #LIC shares

আরো দেখুন