← কলকাতা বিভাগে ফিরে যান
কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণে রাজ্যকে কমিটি গড়ার নির্দেশ আদালতের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ট্রাম। পরিবেশবান্ধব এই গণপরিবহণ মাধ্যম বয়সে ১৫০ বছরেরও বেশি প্রাচীন। কিন্তু অধুনা ট্রাম হারিয়ে যেতে বসেছে বলে অভিযোগ ওঠে। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণের জন্যে রাজ্য সরকারকে কমিটি গড়ার নির্দেশে দিল হাইকোর্টের প্রাধন বিচারপতির বেঞ্চ।
কমিটির কাজ হবে, ট্রামকে বাঁচানোর উপায় খোঁজা। হাইকোর্ট জানিয়েছে, কলকাতার মানুষজন ট্রাম নিয়ে খুবই উৎসাহী। ট্রামকে কলকাতার ‘আইকনিক সিম্বল’ বলে উল্লেখ করা হয়েছে। ট্রাম সংরক্ষণে একাধিক উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে রাজ্যের পরিবহণ দপ্তর, এসপ্ল্যানেড এলাকায় লুপ লাইনের ব্যবস্থা করে পর্যটন কেন্দ্র গড়া হচ্ছে। ট্রাম ক্যাফে, ট্রাম লাইব্রেরি ইত্যাদির মাধ্যমে ট্রামকে নতুন করে লোকপ্রিয় করে তোলার চেষ্টা করা হয়েছে।