পঞ্চায়েত ভোট ২০২৩: কোন দল কত আসনে লড়ছে? একনজরে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরোদমে চলছে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি। আগামী ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শেষ হয়েছে।
মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে ২০ জুন। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বাংলায় মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে ৩ হাজার ৩১৭টি, পঞ্চায়েত সমিতি রয়েছে ৩৪১টি৷ মোট ৫৮ হাজার ৫১৩টি গ্রাম পঞ্চায়েতে কেন্দ্র রয়েছে, মোট আসন সংখ্যা ৬৩ হাজার ২২৯টি৷ রাজ্যের ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে মোট ৯ হাজার ৭৩০টি আসন রয়েছে। জেলা পরিষদের মোট ৯২৮টি আসন রয়েছে৷
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, বাংলার মোট ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১০০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি প্রার্থী দিয়েছে ৯৭.৩ শতাংশ আসনে। সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ৮০.৬ শতাংশ এবং ৬৯.৫ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে।
৯৭৩০টি পঞ্চায়েত সমিতি আসনে, তৃণমূল ৯৬.১শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি ৭৩.১ শতাংশ, সিপিএম ৬৯.৫ শতাংশ এবং কংগ্রেস ২৩.৪ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩,২২৯টি আসনের মধ্যে, তৃণমূল কংগ্রেস ৯৬.৪ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। বিজেপি ৬১.২ শতাংশ আসনে লড়ছে। সিপিএম ও কংগ্রেস যথাক্রমে ৫৬.১ শতাংশ এবং কংগ্রেস ১৮.৯ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে।