প্রয়াত মহীনের ঘোড়াগুলির বাপিদা
প্রয়াত হলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা ওরফে তাপস দাস
June 25, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলে গেলেন মহীনের শেষ ঘোড়াটিও। প্রয়াত হলেন ‘মহীনের ঘোড়াগুলি’র বাপিদা ওরফে তাপস দাস। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। রাজ্যের তরফে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এ সময়কার সঙ্গীতশিল্পীরাও এগিয়ে এসেছিলেন।
আজ, রবিবার, বেলা এগারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে সঙ্গীতশিল্পীর মৃত্যু সংবাদ জানিয়েছেন জনপ্রিয় গায়ক রূপম ইসলাম।
আজ বিকেল সাড়ে চারটের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ভিউ প্রাঙ্গণে প্রয়াত সঙ্গীতশিল্পীর দেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হবে। তারপর গড়িয়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।