← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি।
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার ফলে দক্ষিণবঙ্গে আরও কিছুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়ার সহ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও অনেক জায়গায় রোদের দেখা মিলেছে পাহাড়ে তবুও বলা যাচ্ছে না কতক্ষণ থাকবে এই রোদের তেজ।