← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
বর্ষায় পর্যটক কমার জের, একমাস বন্ধ টয় ট্রেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড় ভ্রমণের অবিচ্ছেদ্য অঙ্গ হল টয় ট্রেন সফর। কিন্তু বর্ষায় পাহাড়ে কমছে পর্যটকের সংখ্যা। তাই যাত্রীর অভাবে একমাস টয় ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
রবিবার উত্তর-পূর্ব সীমান্ত রেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত এনজেপি-দার্জিলিং এবং ৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দার্জিলিং-এনজেপি টয় ট্রেন বন্ধ থাকবে। এর কারণ হিসেবে পর্যাপ্ত সংখ্যক যাত্রী না মেলাকে দায়ী করা হয়েছে। রেল আধিকারিকদের বক্তব্য, বর্ষার মরশুম হওয়ায় পাহাড়ে পর্যটক কম যাচ্ছেন। একই সঙ্গে টয় ট্রেনের যাত্রী কমেছে।