ICC পুরুষদের বিশ্বকাপ ২০২৩ কোয়ালিফায়ারে ওয়েস্ট ইন্ডিজকে সুপার ওভারে হারাল ডাচরা
ওয়েস্ট ইন্ডিজের ৩৭৪ রানের জবাবে, নেদারল্যান্ডস একই স্কোর করল এবং ম্যাচ চলে গেল সুপার ওভারে।
June 26, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ICC বিশ্বকাপ ২০২৩ কোয়ালিফায়ারে অন্যতম সেরা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং নেদারল্যান্ডসের মধ্যে লড়াইটিতে শুধুমাত্র ৭০০-র ওপর রানের স্কোরই হলোনা, ম্যাচটি একটি মহাকাব্যে পরিণত হল। ওয়েস্ট ইন্ডিজের ৩৭৪ রানের জবাবে, নেদারল্যান্ডস একই স্কোর করল এবং ম্যাচ চলে গেল সুপার ওভারে। সেখানে নেদারল্যান্ডসের লোগান ভ্যান বেক ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে তার ওভারে থেকে ৩০ তুলে নিয়ে তাদের পরাজিত করল।
ওয়েস্ট ইন্ডিজ: ৩৭৪/৬
নেদারল্যান্ডস: ৩৭৪/৯
ম্যাচ টাই (এক ওভারের এলিমিনেটরে নেদারল্যান্ডস জিতেছে)