দেশ বিভাগে ফিরে যান

যোগী রাজ্যে গুলিবিদ্ধ ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ ‘রাবণ’

June 28, 2023 | < 1 min read

ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ ‘রাবণ’

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার বিকেলে উত্তর প্রদেশের সাহারনপুরে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন সে রাজ্যের দলিত নেতা তথা ভীম আর্মির প্রধান এবং যোগী আদিত্যনাথের অন্যতম প্রতিদ্বন্দ্বী চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ। তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তিনি তখন গাড়িতেই ছিলেন।

পুলিশ সূত্রের খবর, গায়ে গুলি লাগেও চন্দ্রশেখরের জখম গুরুতর নয়। তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Bhim army, #chandrasekhar Azad ravan, #Shot

আরো দেখুন