প্রতীক্ষার অবসান, চন্দ্রযান-৩ উৎক্ষেপণের দিন ঘোষণা করল ISRO
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অবশেষে ঘোষণা করল চন্দ্রযান-৩ উৎক্ষেপণের দিন। জানা গিয়েছে, আগামী ১৩ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর আড়াইটে নাগাদ চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে এই যান। ৩ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-৩-র। মোট ব্যয় হচ্ছে ৬১৫ কোটি টাকা।
পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগোচ্ছে ইসরো। চন্দ্রযান-২ উৎক্ষেপণের সময় অরবিটারকে চাঁদের কক্ষে সফলভাবে স্থাপন করা গেলেও, রোভারসহ ল্যান্ডারকে সফ্ট ল্যান্ডিং করানো যায়নি। চন্দ্রযান-২-এর মতোই এবারের চন্দ্রযান-৩-এও থাকছে ল্যান্ডার ও রোভার।
চন্দ্রযান-৩-এ হ্যাবিটেবল প্ল্যানেট আর্থের স্পেকট্রো-পোলারিমিটি পেলোড থাকছে, এটি চাঁদের কক্ষপথ থেকে পৃথিবী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে। এর মাধ্যমে চাঁদের মাটির চরিত্র সম্পর্কে জানা যাবে। সাফল্য পেতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে ইসরো। চাঁদের মাটিতে নিরাপদ ল্যান্ডিঙের বিষয়ে আশাবাদী ইসরো।