সিমলায় নয়, কবে, কোথায় বিরোধী মহাজোটের পরবর্তী বৈঠক? জানালেন পাওয়ার
The next meeting of the Opposition will be held in Bengaluru on July 13-14, says NCP chief Sharad Pawar
June 29, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এনসিপি প্রধান শরদ পাওয়ার বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ১৩-১৩ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২৩ জুন পাটনায় অনুষ্ঠিত আগের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিরোধী দলগুলি সিমলায় পরবর্তী বৈঠক করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১৫ টি দলের ৩২ জন নেতা এই জোটকে সমর্থন করেছেন ।