ICC বিশ্বকাপে Team-India-র নতুন স্পনসর Dream11

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) শনিবার ফ্যান্টাসি স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম Dream11 -এর সাথে তিন বছরের স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এখন থেকে, Dream11 ভারতীয় দলের প্রধান পৃষ্ঠপোষক হবে।

July 1, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ICC বিশ্বকাপে Team-India-র নতুন স্পনসর Dream11

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) শনিবার ফ্যান্টাসি স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম Dream11 -এর সাথে তিন বছরের স্পনসরশিপ চুক্তি স্বাক্ষর করেছে। এখন থেকে, Dream11 ভারতীয় দলের প্রধান পৃষ্ঠপোষক হবে।

বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ, যা কিনা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রে ভারতীয় পুরুষদের ক্রিকেট দলের প্রথম অ্যাসাইনমেন্ট, তা থেকে শুরু করে টিম ইন্ডিয়ার জার্সিগুলিতে ড্রিম 11 দেখা যাবে, ।”

বোর্ডের সভাপতি রজার বিনি বলেছেন যে BCCI-এর অফিসিয়াল স্পনসর হওয়া থেকে এখন লিড স্পনসর হওয়া পর্যন্ত, BCCI-Dream11 পার্টনারশিপ আরও শক্তিশালী হয়েছে। এটি ভারতীয় ক্রিকেট যে আস্থা, মূল্য, সম্ভাবনা এবং বৃদ্ধির প্রত্যক্ষ প্রমাণ দেয়, জানিয়েছেন বিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen