বিবিধ বিভাগে ফিরে যান

বারো বছর পর আজ খলিশানীর বুড়িমার বিসর্জন, মাতৃপক্ষে নতুন মূর্তি প্রতিষ্ঠা

July 2, 2023 | < 1 min read

আজ বারো বছর পর, খলিশানী কালীমন্দিরে বুড়িমার নিরঞ্জন হবে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বারো বছর পর, খলিশানী কালীমন্দিরে বুড়িমার নিরঞ্জন হবে। মন্দিরের রীতি এমনটাই। এক যুগ পর অর্থাৎ বারো বছর পর বুড়িমার বিসর্জন হয়। স্থানীয় ভক্তদের বিশ্বাস, মন্দিরে পুজো দিলে রোগ দূর হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়। আজ নিরঞ্জন হবে, তাই গতকাল অর্থাৎ শনিবার মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছিল।

আজ, রবিবার মন্দিরের পিছনে পুকুরে বুড়িমা স্নান ঘাটে মাতৃমূর্তির নিরঞ্জন হবে। তারপর নাট মন্দিরে নতুন বিগ্রহ তৈরির কাজ আরম্ভ হবে। মহালয়ার পরের দিন তা প্রতিষ্ঠা করা হবে। কথিত আছে, স্বপ্নাদেশে মূর্তি পেয়ে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। খলিশানী শশ্মানের পাশ দিয়ে বয়ে যাওয়া গৌরী গঙ্গা নদীর পাশে পূণ্য কলস পাওয়া গিয়েছিল। সেখানে এক মাটির ঘরে মূর্তি গড়ে করে পুজো শুরু হয়। প্রায় ৪০০ বছর আগে মন্দির প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন ভট্টাচার্য। 

কথিত আছে, ডাকাতি করতে যাওয়ার আগে বুড়িমার কাছে আশীর্বাদ নিত ডাকাতরা। ভক্তদের ভিড় লেগেই থাকে মন্দিরে। অমাবস্যা ও কালীপুজোর দিন ভিড় উপচে পড়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#hooghly, #Kali Temple, #Khalisani Buri Maa, #Khalisani, #Bishorjan

আরো দেখুন