ফের রক্ত ঝরলো মণিপুরে, গুলির লড়াইয়ে নিহত দুই
আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে মণিপুরে, আজও জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্য।
July 2, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইন-শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে মণিপুরে, আজও জ্বলছে উত্তর-পূর্বের এই রাজ্য। দাবি করা হচ্ছে, গত দু’মাসে মণিপুরে গোষ্ঠীসংঘর্ষে একশোরও বেশি মানুষ নিহত হয়েছেন। আবারও সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। শনিবার রাতে দুই পক্ষের গুলির লড়াইয়ে কমপক্ষে দু-জন গ্রামসেবক নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আজ, রবিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ তরফে জানা গিয়েছে, শনিবার রাতে খোইজুমন্তবি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রামসেবকরা সে সময় এলাকা পাহারা দিচ্ছিলেন, তখনই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের সঙ্গে তাঁদের লড়াই শুরু হয়। গুলি চলে, তাতেই মৃত্যু হয়েছে দু’জনের।