← রাজ্য বিভাগে ফিরে যান
বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, পঞ্চায়েতে নতুন মনোনয়নে না
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ভাঙড়ের আইএসএফ কর্মীরা। ফের মনোনয়ন জমা দিতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল ৮২ জন আইএসএফ প্রার্থী।
২৬ জুন বিচারপতি অমৃতা সিনহা আইএসএফ কর্মীদের আবেদন শুনে নির্দেশ দেন, আইএসএফের যে ৮২ জন মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের মনোনয়ন দেওয়ার বন্দোবস্ত করতে হবে। এ ব্যাপারে আগামী ২৮ জুনের মধ্যে কমিশনকে ব্যবস্থা নিতে হবে।
সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলার শুনানি ছিল সোমবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। এদিন হাইকোর্ট স্পষ্ট জানায়, নতুন আর কোনও মনোনয়ন নয়। অর্থাৎ, আইএসএফ মামলায় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।