রাজ্যে মিলল ৫১টি নতুন প্রাণীর হদিশ, প্রাণীবৈচিত্রে দেশে চতুর্থে বাংলা

গত বছর দেশজুড়ে মোট ৬৬৪টি নতুন প্রাণী আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা।

July 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রাণীবৈচিত্রে দেশে চতুর্থে বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, কয়েকটি অন্যান্য প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে বাংলায় প্রায় ৫১টি নতুন প্রাণী আবিষ্কার করেছে। যার মধ্যে ৩৪টির অস্তিত্ব গোটা বিশ্বে এই প্রথম পাওয়া গেল। ১৭টি প্রাণী অন্য দেশে পাওয়া গেলেও, ভারতে আগে পাওয়া যায়নি। গত বছর দেশজুড়ে মোট ৬৬৪টি নতুন প্রাণী আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। মোট ২৮টি নতুন মাছের সন্ধান পাওয়া গিয়েছে। আটটি প্রজাতি পাওয়া গিয়েছে, যাদের আগে ভারতে দেখা যায়নি।

তবে মাছগুলি খাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলেননি বিজ্ঞানীরা। জেডএসআই সর্বসাধারণের জন্য এই সংক্রান্ত একটি বই প্রকাশ করতে চলেছে। তাতে প্রাণীগুলি সম্পর্কে তথ্য থাকবে।

নতুন প্রাণীর আবাসভূমি রূপে, দেশে বাংলার স্থান চতুর্থ। সারা দেশের মোট ৭.৬ শতাংশ প্রাণী বাংলা থেকে আবিষ্কৃত হয়েছে। প্রথম স্থানে রয়েছে কেরল। দ্বিতীয় এবং তৃতীয় স্থান যথাক্রমে রয়েছে কর্ণাটক এবং তামিলনাড়ু। এখনও পর্যন্ত দেশের প্রাণী বৈচিত্র্যের সংখ্যা হল এক লক্ষ তিন হাজার ৯২২। মাছ ছাড়াও তিনটি নতুন স্তন্যপায়ী প্রাণী আবিষ্কার হয়েছে ভারতে। এছাড়াও ৩০টি নতুন সরীসৃপ, দু’টি নতুন ধরনের পাখি, ছ’টি নতুন উভচরের হদিশও মিলেছে। মোট ৫৮৩টি অমেরুদণ্ডী এবং ৮১টি মেরুদণ্ডী প্রাণী আবিষ্কৃত হয়েছে।

বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ৩৩৯টি নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কার করেছে। এখন ভারতের উদ্ভিদ বৈচিত্র্য বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩০০। নতুন উদ্ভিদের আবিষ্কারের নিরিখেও শীর্ষে কেরল। তারপর জম্মু ও কাশ্মীর ও অরুণাচল প্রদেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen