কলকাতা বিভাগে ফিরে যান

প্রতিবাদের জের, বিতর্কিত বিজ্ঞপ্তির জন্য দুঃখ প্রকাশ লরেটো কলেজের

July 4, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার লরেটো কলেজের ভর্তির বিজ্ঞাপন নিয়ে বিতর্ক ছড়িয়েছে রাজ্যের শিক্ষামহলে। ভর্তির বিজ্ঞাপনে বলা হয়েছে, সেখানে পড়তে হলে শুধু বাংলা জানলে চলবে না বা শুধু হিন্দি জানলেও চলবে না। পড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে ঝরঝরে ইংরেজি বলতে এবং লিখতে জানতে হবে। শুধু তা-ই নয়, বাংলা বা হিন্দি মাধ্যমের পড়ুয়া হলে তৎক্ষণাৎ ভর্তির লিস্ট থেকে কাটা যাবে নাম!

‘বাংলা পক্ষ’ নামে একটি সংঠন এই বিষয়ে তীব্র প্রদিবাদ জানিয়ে বলেছে, ‘কলকাতার লরেটো কলেজ বলছে ইস্কুলে ইংরেজি মাধ্যমে যারা পড়েনি, অর্থাৎ প্রকারান্তরে বাস্তবে দিল্লী বোর্ডে যারা পড়েনি, বাংলা মাধ্যমে যারা পড়েছে অর্থাৎ প্রকারান্তরে বাস্তবে যারা পশ্চিমবঙ্গ বোর্ডে পড়েছে, তাদের এখানে ভর্তি হওয়া নিষিদ্ধ। বাংলা ও বাঙালির শত্রু লরেটো একটি জাতি-বিদ্বেষী সংস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয় ও শিক্ষা দপ্তরকে এই বিদেশী সংস্থার অনুমোদন প্রত্যাহার করতে হবে।’ এই সংগঠন লরেটোর বিরুদ্ধে পথে নামবে বলেও জানিয়েছে।

বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এমন শর্ত কি দিতে পারে কোনও কলেজ। রাজ্যের সর্বাধিক কথিত ভাষাকে কি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কলেজ এ ভাবে উপেক্ষা করতে পারে? যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজ, তারা বলছে, পারে না। এ ব্যাপারে প্রিন্সিপাল ক্রিস্টিন কুটিনহোর কোনও মন্তব্য পাওয়া যায়নি। বস্তুত এমন ভর্তির নোটিস নিয়ম বহির্ভূত। এমনকি, কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই নোটিসের সূত্রে লরেটো কলেজের অধ্যক্ষকে তলব করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পড়ুয়ারা অবশ্য জানাচ্ছেন, এ বছর প্রথম খাতায়কলমে এমন বিজ্ঞপ্তি দিলেও লরেটো বরাবরই ইংরেজি মাধ্যমের পড়ুয়াদেরই পছন্দ করে এসেছে। বাংলা মাধ্যমের ছাত্রীদের নাম সাধারণত ভর্তির তালিকায় ঠাঁই পায় না। তবে এ ভাবে প্রকাশ্যে সেই অভ্যাসকে নিয়মের পর্যায়ে নিয়ে যাওয়ায় বিস্মিত অনেকেই।

উল্লেখ্য, লরেটো কলেজে পড়াশোনার প্রধান মাধ্যম ইংরাজি। সেখানে লাইব্রেরি থেকে শুরু করে যাবতীয় পঠনপাঠন, প্রায় সবটাই হয় ইংরাজি ভাষায়। ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই ভিন্ন মাধ্যমে পড়াশোনা করা পড়ুয়াদের ‘অসুবিধা’র কথা মাথায় রেখেই এমন বলা হয়েছে বলেও দাবি করছে কলেজ সূত্র। কোনওভাবেই বাংলা মাধ্যমে লেখাপড়া করলে ভর্তি হওয়া যাবে না, একথা বলা হয়নি বলেই দাবি তাদের।

ভর্তির বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর নিজেদের ভুল স্বীকার করল কলকাতার লরেটো কলেজ। নতুন বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ জানাল, পড়ুয়াদের যোগ্যতার যে শর্ত তারা দিয়েছিল, তা ভুল করে দেওয়া হয়েছিল। সেই শর্ত প্রত্যাহার করে নিচ্ছে তারা। আর ওই শর্ত দেওয়ার জন্য বাংলার সমস্ত মানুষের কাছে তারা ক্ষমাপ্রার্থী।

লরেটো কলেজের যে ভর্তির বিজ্ঞাপন নিয়ে বিতর্ক ছড়িয়েছে তাতে বলা হয়েছিল, সেখানে পড়তে হলে শুধু বাংলা জানলে চলবে না বা শুধু হিন্দি জানলেও চলবে না। পড়ুয়াদের বাধ্যতামূলক ভাবে ঝরঝরে ইংরেজি বলতে এবং লিখতে জানতে হবে। শুধু তা-ই নয়, বাংলা বা হিন্দি মাধ্যমের পড়ুয়া হলে তৎক্ষণাৎ ভর্তির লিস্ট থেকে কাটা যাবে নাম!

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন লোরেটো কলেজ। সোমবার সেই কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রেই জানানো হয়, ভর্তির এমন নোটিস নিয়ম বহির্ভূত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গলবার লোরেটো কলেজের অধ্যক্ষকে ডেকে জানিয়ে দেন এ রকম কোনও বিজ্ঞপ্তি যেন আগামী দিনে না দেওয়া হয়। এর পরই মঙ্গলবার ক্ষমা চেয়ে দুই অনুচ্ছেদের একটি নোটিস দেন লোরেটো কলেজ কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangla Paksha, #Kolkata, #Loreto College

আরো দেখুন