SAFF Championship: রুদ্ধশ্বাস ফাইনালে কুয়েতকে পেনাল্টিতে হারাল ভারত

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে অনবদ্য জয় ছিনিয়ে নিল ভারত।

July 4, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর ফাইনালে কুয়েতের মুখোমুখি হয়েছিল ভারত। শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল দুই দলের মধ্যে। শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল ভারত।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের ফলাফল হয়েছিল ১-১। এই ম্যাচে কুয়েতের পক্ষে প্রথম ১৪ মিনিটে গোল দিয়েছিল আল খালদি। অন্যদিকে ৩৮ মিনিটের মাথায় গোল দিয়ে ছাংতে সমতা এনে ভারতকে খেলায় ফিরিয়ে এনেছিল। ৩৪ মিনিটে পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে বাধ্য হন ভারতের আনোয়ার আলি। এরপর নির্ধারিত ৯০ মিনিটে কেউই আর গোল দিতে পারেননি।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের শেষেও গোলের মুখ খুলতে পারেনি কোনও পক্ষ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। পেনাল্টিতে গুরপ্রীতের গোলে কুয়েতকে হারিয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিল ভারত। 

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত কুয়েতের বিরুদ্ধে ৪-৫ পেনাল্টিতে গোল এই নিয়ে নবমবার শিরোপা জিতে নিল সুনীল ছেত্রীদের দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen