কলকাতা লিগ জয়ের হ্যাট্রিকের সামনে উপেক্ষিত বড় দল মহামেডান স্পোর্টিং
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার তিন প্রধানের অন্যতম হল মহামেডান স্পোস্টিং। ১৩২ বছর আগে, ১৮৯১-র ২২ ফেব্রুয়ারি সাদা কালো ব্রিগেডের জন্ম হয়েছিল। খান বাহাদুর আমিনুল ইসলামের নেতৃত্বে ১৮৮৭ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল জুবিলি ক্লাব। তারপর তা ক্রেসেন্ট ক্লাব ও হামিদা ক্লাব নামে পরিচিত হয়। ১৮৯১ সালে মহমেডান স্পোর্টিং ক্লাবের সফর শুরু। ঐতিহাসিক ক্লাবটি এখন কলকাতা লিগ জয়ের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে।
১৯৩৪ সালে প্রথম দেশীয় ক্লাব হিসেবে কলকাতা লিগ জয়ের নজির গড়েছিল মহামেডান সাদা-কালো ব্রিগেড। টানা পাঁচবার ঘরোয়া লিগ জয়ের রেকর্ডও রয়েছে সাদা কালো ব্রিগেডের। প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে ইউরোপে খেলে নজির গড়েছিলেন মহমেডানের সেলিম। ১৯৩৪, ১৯৩৫, ১৯৩৬, ১৯৩৭, ১৯৩৮, ১৯৪০, ১৯৪১, ১৯৪৮, ১৯৫৭, ১৯৬৭, ১৯৮১, ২০২১, ২০২২; মোট ১৩ বার কলকাতা লিগ ঘরে তুলেছে মহামেডান। লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে সুজিত সিং, তন্ময় ঘোষ, সামাদ আলি মল্লিক, দীপু হালদাররা বলছেন, শক্ত গ্ৰুপ থেকে সুপার সিক্সে পৌঁছনোই তাঁদের প্রাথমিক লক্ষ্য।