ওষুধেও কৃত্রিম বুদ্ধিমত্তা! আসছে পৃথিবীর প্রথম AI জেনারেটেড ড্রাগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসতে আসতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভাব বিস্তার করছে গোটা দুনিয়ায়। আম জনতার মধ্যে কর্মহীন হয়ে পড়ার ভয় ঢুকে গিয়েছে। মনে করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা সবচেয়ে প্রভাবিত হতে চলেছে স্বাস্থ্যক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি পৃথিবীর প্রথম ওষুধ, খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে। হংকংয়ের একটি স্টার্ট আপ ২০২০ সালে এআইয়ের প্রয়োগে ওষুধটি আবিষ্কার করেছিল। এবার ওষুধটির ফেজ-২ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস নামে এক ফুসফুসের রোগ সারাতে ওষুধটি কার্যকর হবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এই রোগটিতে মৃত্যুর আশঙ্কা থাকে।
জানা যাচ্ছে, আরও বেশ কিছু কোম্পানি এআইয়ের মাধ্যমে ড্রাগ আবিষ্কার করার চেষ্টা চালাচ্ছে। চলছে ক্লিনিক্যাল ট্রায়ালও। এটিই বিশ্বের প্রথম ওষুধ, যা নভেল এ আই ডিসকভার্ড টার্গেট এবং নভেল এআই জেনারেটেড ডিজাইন-এ তৈরি।
ফেজ টু ট্রায়ালটি, আমেরিকা এবং চীনের ৪০টি হাসপাতালে ১২ সপ্তাহ ধরে চলবে। দ্বিতীয় পর্যায়ের ট্রয়াল ফসল হলে, কয়েক হাজার রোগীকে নিয়ে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এআই’ই হল ভবিষ্যৎ। স্বাস্থ্যক্ষেত্রে আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়বে। প্রযুক্তির অপব্যবহারও যাতে না হয়, সেদিকে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা।