তথ্য যাচাই বিভাগে ফিরে যান

উত্তর প্রদেশের হাসপাতালের খবর বাংলার বলে চালানো হচ্ছে 

July 28, 2020 | < 1 min read

একটি শিশু এক রোগীসমেত স্ট্রেচার টানছে হাসপাতালে – এরকম একটি দুঃখজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। দাবী করা হচ্ছে এটি বাংলার জেলা হাসপাতালের। 

ভিডিওর সঙ্গে লেখা হয় “গণতন্ত্র আজ বিপন্ন তাই বাংলায় এরকম দৃশ প্রকাশ পায়”

দেখুন:

https://www.facebook.com/groups/525463748347912/permalink/617518829142403/

বাস্তবঃ ভিডিওটি বাস্তব কিন্তু সঙ্গে যে দাবী করা হচ্ছে এটা বাংলার, সেটা ভুয়ো

অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিওতে যে লোকেশন ট্যাগ আছে, সেটি উত্তর প্রদেশের দেওরিয়ার।

গুগুলে খুঁজলেই দেখা যাবে।

টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে দেখা যায় এই ঘটনা সেটি উত্তর প্রদেশের দেওরিয়া জেলার।

রিপোর্টে এও বলা হয় এই স্ট্রেচার টানার কথা ছিল ওয়ার্ড বয়ের। কিন্তু সে ৩০টাকা চায় এই কাজ করতে। হাসপাতাল সেই ওয়ার্ড বয়কে বহিস্কার করে। এর জন্য ঐ শিশু ও তার মাকে স্ট্রেচার টানতে হয়।

পড়ুন: https://timesofindia.indiatimes.com/…/article…/77070421.cms….

এই ভিডিওর ফলে চাঞ্চল্য হয় এবং দেওরিয়ার জেলাশাসক ঐ হাসপাতালে যান ও ঘটনার অনুসন্ধানের নির্দেশ দেন।

দেওরিয়ার জেলাশাসকের ট্যুইটঃ-

ভুয়ো খবর সমাজের জন্য আশঙ্কার এবং ক্ষতিকর। ভুয়ো খবর ছড়ানো আইনত দণ্ডনীয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #fake News, #UP

আরো দেখুন