আজও কি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ? কী বলছে মৌসম ভবন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিনের বেলায় আকাশ মেঘলা থাকছে। মাঝে মাঝেই চড়া রোদের লুকোচুরি সেই সঙ্গে অস্বস্তিকর গরম লেগেই রয়েছে। এরই মাঝে হালকা বৃষ্টিও হচ্ছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের বর্তমান চিত্রটা ঠিক এই রকম।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় মেঘ-রৌদ্রের খেলা চলবে। হতে পারে হালকা বৃষ্টি। শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে।
দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গুমোট গরমের থেকে রেহাই মিলছে না কিছুতেই। এই পরিস্থিতির জন্য বর্ষার বিলম্বকেই দায়ী করছে হাওয়া অফিস। তবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া ও পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টি খানিকটা বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ তারিখ বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা। কোচবিহার আলিপুরদুয়ারসহ পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।