রাজ্য বিভাগে ফিরে যান

কাঁচালঙ্কার দামে আগুন! ঝাল খেতে গিয়ে পকেট গড়ের মাঠ বাঙালির

July 6, 2023 | 2 min read

ঝাল খেতে গিয়ে পকেট গড়ের মাঠ বাঙালির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝাল খেতে গিয়ে কাঁচালঙ্কার দামের ঝাঁঝেই শেষ বাঙালি। খুচরো বাজারের ডবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে লঙ্কা। পাইকারি বাজারেও দাম অত্যন্ত বেশি। কোলে মার্কেটে গত দু-এক দিন আগেও পাঁচ কেজি লঙ্কার পাইকারি দাম ছিল ৪০০ টাকা। হঠাৎ করেই তা বেড়ে ৯০০ টাকায় পৌঁছেছে। সরাসরি প্রভাব পড়েছে খুচরো বাজারে, খুচরো বাজারে লঙ্কা বিক্রি হয়েছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে।

ভিআইপি বাজার, মানিকতলা বাজারের মতো বাজারগুলিতে টাস্ক ফোর্সের সদস্যেরা যাচ্ছেন। এনফোর্সমেন্ট শাখার আধিকারিকেরাও যাচ্ছেন। তাদের বক্তব্য, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরো বাজারেও লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। লঙ্কার গাড়ি কম আসার জেরে, জোগান কম। তাই দর বেড়ে যাচ্ছে। দু’দিন আগে কোলে মার্কেটে লঙ্কার গাড়ি বেশি চলে আসায় লঙ্কার পাইকারি দাম কমে গিয়েছিল। তাতে নাকি অন্য রাজ্যের ব্যবসায়ীদের প্রতি কেজিতে ৩০ টাকা লোকসান হয়েছে। আর সেই জন্যই পরের দিন লঙ্কার গাড়ি কম এসেছে শহরে। দাম বেড়েছে। রাজ্যের সীমানায় বহু লঙ্কার গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলেও জানা গিয়েছে। লঙ্কার দাম বাড়ার কারণ হিসেবে পাইকারি বাজারের মূল্যবৃদ্ধিকেই দায়ী করা হচ্ছে।

এনফোর্সমেন্ট শাখার মতে, এই মুহূর্তে বেলডাঙার লঙ্কার জোগান। কর্নাটক, দিল্লি এবং রাঁচী থেকে লঙ্কা আসে। বাংলাদেশেও লঙ্কার উৎপাদন এবার কম হয়েছে। দিল্লি, কর্নাটকের প্রচুর লঙ্কা বাংলাদেশে গিয়েছে। লঙ্কার যে সমস্ত গাড়ি রাজ্যের সীমানায় দাঁড়িয়ে আছে, সেগুলি এবার শহরে ঢুকবে। মনে করা হচ্ছে আগামী দু’তিন দিনে লঙ্কার জোগান স্বাভাবিক হবে। দামও কমবে।

যদিও বেশ কিছু সবজির দাম এখন চড়া। টমেটো, বেগুন, ঢেঁড়স, উচ্ছে, পটলের দামও ছিল বেশ চড়া। কিছু সবজির দর সেঞ্চুরি হাঁকিয়েছে। কিছু আবার সেঞ্চুরির দোরগোড়ায়। টাস্ক ফোর্সের দাবি, দিন দশেকের মধ্যে দাম নাগালের মধ্যে আসতে পারে। আনাজের দাম বৃদ্ধিতে বৃষ্টি ঘাটতিকে দায়ী করছেন তাঁরা। তবে পঞ্চায়েত ভোটও একটি কারণ। গ্রামের বহু মানুষ ভোটের প্রচারে ব্যস্ত। ফসল জমি থেকে তোলা হচ্ছে না। ব্যবসায়ীদের অনেকেরই ধারণা, ভোট না থাকলে চলতি সপ্তাহেই সবজির দাম কমতে শুরু করত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chilli Market, #Chilli Price Hike, #West Bengal, #Chilli Price

আরো দেখুন