রাজ্য বিভাগে ফিরে যান

মুকুল আছে সেই বিজেপিতেই- হোর্ডিং লাগিয়ে ওড়ালেন জল্পনা

July 28, 2020 | < 1 min read

কিছুদিন আগেই মুকুল রায়ের বাড়ির সামনে থেকে মোদি-শাহ-র ছবি সরিয়ে নেওয়ায় বেশ উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। অনেকে তো আবার তাঁর বিজেপি ছেড়ে তৃণমূল এ ফিরে আসার সম্ভবনাও দেখতে পাচ্ছিলেন।

কিন্তু সব জল্পনার অবসান করলেন স্বয়ং মুকুল রায়। বাড়ির সামনে লাগালেন বিজেপির দৈত্যাকার আলোকোজ্জ্বল হোর্ডিং। তাও আবার দু-দুটো। নিন্দুকদের কি এটাই বুঝিয়ে দিলেন বিজেপিতে তার দিন এখনি ফুরিয়ে আসে নি! নাকি নিজের অনিচ্ছা স্বত্বেও উপর মহলের চাপেই পুনরায় লাগাতে হল মোদি-শার-র ছবি! এ নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও যতোই উপর মহলের চাপে হোর্ডিং লাগান মুকুল, তার বিজেপি ছেড়ে তৃণমূল আসার সম্ভবনা এখনি উড়িয়ে দিচ্ছেন না নেটিজেনরা।

এর আগে একুশের ভোট যুদ্ধ নিয়ে কেন্দ্রীয় কমিটির সাথে রাজ্য নেতৃত্বের বৈঠকে জল্পনা উস্কে দিয়ে অনুপস্থিত ছিলেন মুকুল। যদিও কলকাতা বিমান বন্দরে পৌঁছে তিনি সাংবাদিকদের জানান চিকিৎসাজনিত কারণে তাঁকে দিল্লীর বৈঠক ছেড়ে আসতে হয়েছে। বিতর্ক আরো একটু উস্কে দিয়ে এ বিষয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন “ওঁ করোনার জন্যে একটু দূরে দূরে আছেন। বাড়ি ফিরে যাচ্ছেন।” মুকুল রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টিকে সাংবাদিকদের ‘অপব্যখ্যা’ বলে এড়িয়ে যান। ফের তাঁকে দিল্লীতে তলব করে মানভঞ্জনের চেষ্টাও করেন অমিত শাহ-রা। এমতাবস্থায় বাড়ির সামনে থেকে হোর্ডিং সরিয়ে নেওয়া তাঁর দল ছাড়ার বিতর্ককেই ইনধন জুগিয়েছিল। যদিও সাংবাদিক বৈঠকেও মুকুল বলেন “ বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব।”

TwitterFacebookWhatsAppEmailShare

#mukul roy, #BJP West Bengal

আরো দেখুন