দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীতে ইনস্টাগ্রামে ডেবিউ এই রুপালি পর্দার তারকার
ইনস্টাগ্রামে ডেবিউ করলেন বিগত যুগের রুপালি পর্দার তারকা সায়রা বানু। তাও আবার দিলীপ কুমারের তূতীয় মৃত্যুবার্ষিকিতে
July 7, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইনস্টাগ্রামে ডেবিউ করলেন বিগত যুগের রুপালি পর্দার তারকা সায়রা বানু। তাও আবার দিলীপ কুমারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে।
দিলীপ কুমারের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে জানালেন তাঁদের জীবনের অজানা অনেক কথা। ভালবাসার ‘সাহিব’-কে সম্বোধন করলেন ‘হিন্দুস্তান কী কোহিনুর’ হিসেবে।
পোস্টে লিখলেন, ‘সুকুন–ইয়ে–দিল কেলিয়ে কুছ তো ইহতেমাম করুঁ, যারা নজর তো মিলে ফির উনহে সালাম তো করুঁ’।
দেখে নিন সেই পোস্ট: