সঙ্ঘ কর্মী দলিতের মুখে প্রস্রাব করছেন, ছবি পোস্ট করায় FIR গায়িকার বিরুদ্ধে

গায়িকার বিরুদ্ধে ভোপালের হাবিবগঞ্জ থানায় দায়ের হয়েছে এফআইআর।

July 7, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: FB/neha singh rathore

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাস্তায় বসে থাকা আদিবাসী ব্যক্তির মুখে প্রস্রাব করছিলেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। সেই সংক্রান্ত একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক আগে ভাইরাল হয়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে।

ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠোর এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, ‘এমপি মে কা বা?’ অর্থাৎ মধ্যপ্রদেশে কী হয়েছে। সঙ্গে ছিল একটি ছবি। দেখা যাচ্ছে এক অর্ধনগ্ন আরএসএস কর্মীকে। তাঁর হাফপ্যান্টটি খুলে রাখা রয়েছে পাশেই। মাথায় আরএসএসের টুপি ও শার্ট। তিনি প্রস্রাব করছেন পাশে বসা এক ব্যক্তির মুখে। তার জেরে এফআইআর দায়ের করা হয়েছে ওই গায়িকার বিরুদ্ধে।

ওই গায়িকার বিরুদ্ধে ভোপালের হাবিবগঞ্জ থানায় দায়ের হয়েছে এফআইআর। এর আগে গত ফেব্রুয়ারিতে ‘ইউপি মে কা বা’ নামে একটি গান প্রকাশ করাতেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই সময়ও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen