রাতারাতি বেপাত্তা ৭০০ প্রিসাইডিং অফিসারসহ বহু ভোটকর্মী!

হাওড়ার ডোমজুড় ব্লকে ছ’জন প্রিসাইডিং অফিসার সকালে ডিসিআরসি কাউন্টারে নাম লিখিয়ে উধাও হয়েছেন বলে জানা গিয়েছে

July 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
বেপাত্তা ৭০০ প্রিসাইডিং অফিসার, প্রতীকী চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের আগেই প্রায় ৭০০ প্রিসাইডিং অফিসারসহ বহু ভোটকর্মী উধাও হয়ে গেলেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভোটের একেবারে আগের দিন ঘটনাটি ঘটায় বিপদে পড়েছে জেলা প্রশাসন। রিজার্ভে থাকা ভোটকর্মীদের ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়। ওই ভোটকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার সকাল থেকেই ডিসিআরসিগুলিতে ভোটকর্মীদের রিপোর্ট করার কথা ছিল। বেলা গড়াতেই জেলা প্রশাসনের কাছে খবর আসে, বহু বুথে ভোটকর্মীরা পৌঁছননি। খবর আসে, প্রধানত প্রিসাইডিং অফিসাররা পৌঁছননি। খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়। রিজার্ভ ভোটকর্মীদের পাঠানো ওই জায়গাগুলিতে হয়। অন্যদিকে, হাওড়ার ডোমজুড় ব্লকে ছ’জন প্রিসাইডিং অফিসার সকালে ডিসিআরসি কাউন্টারে নাম লিখিয়ে উধাও হয়েছেন বলে জানা গিয়েছে। ডোমজুড়ের বিডিও তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন বলে জানা যাচ্ছে।

জানা গিয়েছে, বেপাত্তা হওয়া প্রিসাইডিং অফিসাররা প্রত্যেকেই ভোটের জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন। ভোটের কাজের জন্য পারিশ্রমিকও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তাঁরা ডিসিআরসিতে সই করে কোথায় গিয়েছেন, কেউ বলতে পারছে না। মাইকে বারবার তাঁদের নাম ঘোষণা করা হলেও কোনও হদিশ মেলেনি। ভোটকর্মীদের খুঁজতে বাধ্য হয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। গতকাল বিকেল অবধি ২০০ থেকে ২৫০ জন ভোটকর্মীকে রিজার্ভ থেকে বুথে পাঠানো হয়েছে। বাকি জায়গাগুলিতেও রাতের মধ্যে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বারুইপুর ও আলিপুর সদর মহকুমায় সর্বাধিক ভোটকর্মী বেপাত্তা বলে জানা গিয়েছে। বেপাত্তা ভোটকর্মীদের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করতে পারে বলে শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen