প্রয়াত কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার সুয়ারেজ!

ইনিই ছিলেন একমাত্র স্প্যানিশ ফুটবলার,যিনি শীর্ষ ইউরোপীয় ফুটবল ক্লাব বার্সেলোনা এবং ইন্টার মিলানের হয়ে খেলেছেন।

July 9, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার লুই সুয়ারেজ। বয়স হয়েছিল ৮৯ বছর। আপনারা যেই সুয়ারেজ কে ভাবছেন তিনি সে নন। এনার পুরো নাম ছিল লুইস সুয়ারেজ মিরামোন্টেস। ইনিই ছিলেন একমাত্র স্প্যানিশ ফুটবলার, যিনি শীর্ষ ইউরোপীয় ফুটবল ক্লাব বার্সেলোনা এবং ইন্টার মিলানের হয়ে খেলেছেন।

সুয়ারেজ ১৯৩৫ সালে লা করোনায় জন্মগ্রহণ করেছিলেন, বার্সেলোনায় যাওয়ার আগে দেপোর্তিভো লা করোনায় তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। সুয়ারেজ ১৯৫৫ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিয়েছিলেন।

১৯৬০ সালে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ট্রফি ব্যালন ডি’অর জিতেছিলেন। এছাড়াও একাধিক লা লিগা খেতাব জিতেছিলেন লুই সুয়ারেজ।

তিনি স্পেনের হয়ে ৩২টি কাপ জিতেছিলেন। এছাড়া বার্সেলোনা, ইন্টার মিলান, সাম্পাদোরিয়া-সহ একাধিক ক্লাবের জার্সি গায়ে খেলেছেন তিনি।

স্পেনের হয়ে ১৯৬৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। তাঁর জাতীয় দলের হয়ে ৩২টি ম্যাচে খেলেছিলেন তিনি। ফুটবল জগতে তিনি ‘দ্য আর্কিটেক্ট’ নামে পরিচিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen