রাজ্য বিভাগে ফিরে যান

সোমবার মোট ৬৯৬ বুথে পঞ্চায়েতের পুনর্নির্বাচন, জানাল রাজ্য নির্বাচন কমিশন

July 9, 2023 | < 1 min read

পঞ্চায়েতের পুনর্নির্বাচন, ছবি সৌজন্যে – PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার বাংলার বিভিন্ন জেলায় পুনর্নির্বাচন হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট পর্ব। নজরদারিতে থাকবে সম্পূর্ণ কেন্দ্রীয়বাহিনী। এ নিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।

কমিশনের পক্ষ থেকে পুনর্নির্বাচনের সংক্রান্ত তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি বুথে আবার ভোট হবে।

দেখে নিন কোন জেলায় কত বুথে হবে পুনর্নির্বাচন

কোচবিহার— ৫৪

আলিপুরদুয়ার — ১

জলপাইগুড়ি— ১৪

উত্তর দিনাজপুর—৪২

দক্ষিণ দিনাজপুর—১৮

মালদহ—১১০

মুর্শিদাবাদ—১৭৫

নদীয়া—৮৯

উত্তর ২৪ পরগনা —৪৬

দক্ষিণ ২৪ পরগনা—৩৬

হুগলি— ২৯

হাওড়া— ৮

পূর্ব মেদিনীপুর— ৩১

পশ্চিম মেদিনীপুর— ১০

পুরুলিয়া— ৪

বাঁকুড়া— ৮

পূর্ব বর্ধমান— ৩

পশ্চিম বর্ধমান—৬

বীরভূম— ১৪

TwitterFacebookWhatsAppEmailShare

#election campaign, #West Bengal Panchayat Election 2023

আরো দেখুন