← রাজ্য বিভাগে ফিরে যান
ভিজছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কবে মিলবে স্বস্তির বৃষ্টি? রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। শহরেএখনও সেভাবে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মূলতঃ পাহাড়ের ৫টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কলকাতায় আজ ও কাল আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামিকাল ভহালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কিছু জেলায়। আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। টানা কয়েকদিন বৃষ্টি না হলে তাপমাত্রা কমার কোনও আশা নেই। কিন্তু কলকাতা বা দক্ষিণবঙ্গে আপাতত টানা বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।