রাজধানী এক্সপ্রেস অপহরণ কাণ্ডে জামিন পেলেন ছত্রধর মাহাতো

তাই ছত্রধরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলে এজলাসে জানান বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

July 11, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধর মাহাতোকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ছত্রধরকে গ্রেপ্তার করেছিল এনআইএ। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনার দিনই তাঁকে জামিন দিল আদালত।

এর আগে এনআইএ ছত্রধর মাহাতোর বিরুদ্ধে তারা চার্জশিট পেশ করেছিল। ৫০ পাতার চার্জশিটে নাম ছিল মাওবাদী নেতা কিষেনজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো-সহ ১৩ জনের। ২০০৯ সালে ঘটনার ১১ বছর পর ২০২০ সালে তদন্ত হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও কিছু অভিযুক্ত ফেরার। এখনও চার্জশিট দেয়নি এনআইএ। এই অবস্থায় তাই ছত্রধরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত।

এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ছত্রধর মাহাতোর জামিন মামলার শুনানি ছিল। জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সংশয় প্রকাশ করে বলে, ‘আদৌ বিচার শেষ হবে?’। আদালত জানিয়েছে, জামিন মিললেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ছত্রধর। এর পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে।

প্রসঙ্গত, ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণের ঘটনার ১১ বছর পর ২০২০ সালে এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও অনেকে পলাতক বলে জানা গিয়েছে। এনআইএ’র অভিযোগ, ধৃতদের অনেককে ট্রায়ালে আদালতে পেশ করতেও রাজ্য পুলিশ সহযোগিতা করছে না। এখনও চার্জশিট দেয়নি এনআইএ। ২০২১ সালে ছত্রধরকে গ্রেপ্তার করে এনআইএ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রাজধানী এক্সপ্রেস ‘অপহরণ’ ও সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen