পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার BJP-র প্রার্থী অনন্ত মহারাজ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়রে রাজ্যসভার নির্বাচন। পশ্চিমবঙ্গ থেকে ৭টি আসনে মধ্যে ১টি মাত্র আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রথম প্রতিনিধি হিসাবে রাজ্যসভায় যাচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-এর প্রধান দীর্ঘদিন ধরেই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব ছিলেন তিনি।
সূত্রের খবর, দিল্লি থেকে বার্তা পেয়ে অনন্ত মহারাজকে রাজ্য সভার প্রার্থী হওয়ার প্রস্তাব দেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। যদিও রাজ্য বিজেপির পক্ষ থেকে তাঁর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তাঁর রাজ্যসভায় যাওয়া নিশ্চিত বলে গেরুয়া শিবির সূত্রে খবর।
প্রসঙ্গত, ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন ।গত ৬ জুলাই বাংলায় রাজ্যসভার ৭টি আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। মনোনয়ন পেশের শেষ দিন ১৩ জুলাই। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল।