নতুন করে দুই মেদিনীপুরে করোনায় আক্রান্ত ৮২ জন

এদিন নতুন করে আক্রান্তদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ৫৭জন এবং পশ্চিম মেদিনীপুরের ২৫জন রয়েছেন।

July 29, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

একদিন কিছুটা ঢিমেতালে চলার পর ফের দৌড় শুরু করেছে করোনা। দুই মেদিনীপুর জেলায় নতুন করে ৮২জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। সোমবার এই সংখ্যাটা ছিল ৪৮। এদিন নতুন করে আক্রান্তদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ৫৭জন এবং পশ্চিম মেদিনীপুরের ২৫জন রয়েছেন।

মঙ্গলবারই পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৪০জন। তাঁদের মধ্যে কোলাঘাটের ১০জন, হলদিয়ার চারজন, মহিষাদলের তিনজন, তমলুকের সাতজন, দীঘার দু’জন, পাঁশকুড়ার সাতজন, হলদিয়ার চারজন, মেচেদার দু’জন, নন্দকুমারের তিনজন, এগরা ও ময়নার দু’জন এবং দীঘার দু’জন আছেন। সংক্রমণের পাশাপাশি সুস্থ হওয়ার গ্রাফও ঊর্ধ্বমুখী। ক্রমবর্ধমান আতঙ্কের মধ্যে এটাই একমাত্র স্বস্তির খবর।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় চিকিৎসাধীন এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি পাঁশকুড়া শহরের ৮নম্বর ওয়ার্ডের কনকপুরে। তিনি ফল ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় পাঁশকুড়া শহরে আতঙ্ক বেড়েছে। এই শহরের ২নম্বর ওয়ার্ডে একজন এবং ৭নম্বর ওয়ার্ডের মধুসূদনবাড়ে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র বলেন, আমাদের শহরে মোট ২৮জন করোনা আক্রান্ত হয়েছে। ৮নম্বর ওয়ার্ডের একজন মারা গিয়েছেন।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, মহিষাদল ব্লকের কেশবপুর জালপাই গ্রামে একজন, হলদিয়ার দুর্গাচক এলাকার একজন, চাঁপি এলাকার একজন এবং টাউনশিপ এলাকার একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সুতাহাটার চৈতন্যপুরে একজন, হলদিয়ার দেভোগে দু’জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ বৃদ্ধির জেরে সুতাহাটার চৈতন্যপুর বাজার সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আচমকা বাজার বন্ধের জেরে মানুষজন ব্যাপক সমস্যায় পড়েন। এদিকে তমলুক শহরেও সপ্তাহে তিনদিন করে লকডাউন বিধি জারি রয়েছে।
পশ্চিম মেদিনীপুরে ২৫জন আক্রান্তের মধ্যে খড়্গপুরেরই ১১জন। খড়্গপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে ছ’জন কর্মী করোনা আক্রান্ত। পর পর কর্মী সংক্রমণের ঘটনায় আগামী ৩১জুলাই ডিআরএম অফিস বন্ধ রাখার নোটিস জারি করেছে কর্তৃপক্ষ। রেল শহর খড়্গপুর এবং শিল্পশহর হলদিয়ায় সংক্রমণ বেশ বাড়ছে।
এছাড়াও আরপিএফের একজন এএসআই এবং এক কনস্টেবল করোনা পজিটিভ। শহরের নিউ সেটেলমেন্ট এলাকার দু’জন এবং গোলবাজারের একজন আক্রান্ত।

নারায়ণগড় ব্লকের মান্না গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুটিয়া গ্রামে একজন, দাসপুর-২ব্লকের খাঞ্জাপুর গ্রামের দু’বছরের এক শিশু ও ৪৭বছরের এক ব্যক্তি করোনা আক্রান্ত। চন্দ্রকোণায় একজন, সবং ব্লকের তেমাথানিতে একই পরিবারের তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। দাসপুর-১ব্লকে গোবিন্দনগর গ্রামে একজন, রাধাকৃষ্ণপুর গ্রামে একজন, দাসপুরে দু’জন এবং সাহাবাজারে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
গড়বেতা-৩ব্লকে সাতবাঁকুড়ার তিনজন, ঘাটাল ব্লকের মূলগ্রামে একজন করোনায় সংক্রামিত হয়েছেন। এছাড়াও মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘাটাল শহরের একজন এবং গোয়ালতোড়ের অপর একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen