দেশ বিভাগে ফিরে যান

টিকিটের দাম বাড়িয়ে ফ্লেক্সি-ফেয়ারের নামে লুটছে রেল? অভিযোগ যাত্রীদের

July 12, 2023 | < 1 min read

টিকিটের দাম বাড়িয়ে ফ্লেক্সি-ফেয়ারের নামে লুটছে রেল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রতি মিনিটে দামী হচ্ছে ট্রেনের টিকিট। অনলাইন বুকিং শুরুর সময় সকাল ৮টায় যা ভাড়া দেখাচ্ছে, আধ ঘন্টা পর পর তা দেড় থেকে দু’শো টাকা বেড়ে যাচ্ছে। দূরপাল্লার সব সাধারণ মেল, এক্সপ্রেস ট্রেনে এমনটা হচ্ছে না। ডায়নামিক বা ফ্লেক্সি-ফেয়ারের আওতায় থাকা কিছু প্রিমিয়াম ট্রেনেই এটা হচ্ছে। সর্বোচ্চ ১২০ দিন আগে প্রিমিয়ামসহ দূরপাল্লার সমস্ত মেল, এক্সপ্রেস ট্রেনেই অগ্রিম টিকিট বুকিং করা যায়। সেই সময়সীমা শুরু থেকে এমনটা হচ্ছে। যাত্রীদের অভিযোগ ফ্লেক্সি ফেয়ারের নামে কার্যত লুট চলছে। রেলের দাবি, ডায়নামিক-ফেয়ারের নিয়ম মেনেই এমন হচ্ছে। প্রশ্ন উঠছে, অগ্রিম টিকিট বুকিং শুরুর প্রথম দিনে টিকিট কেটেও আধঘণ্টার ব্যবধানে দামের কীভাবে এত ফারাক হচ্ছে?

সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে টিকিটের দাম বৃদ্ধির প্রসঙ্গে রেলমন্ত্রক বা আইআরসিটিসি কোনও মন্তব্য করেনি। রেলমন্ত্রক জানাচ্ছে, যেসব ট্রেনে যাত্রীদের ভিড় বেশি, সেখানে ফ্লেক্সি-ফেয়ারের ক্ষেত্রে এটি খুবই স্বাভাবিক ঘটনা। প্রিমিয়াম ট্রেনগুলির অধিকাংশতেই এটি ঘটে। যাত্রীরা বলছেন, পরের দিকে টিকিট কাটলে কনফার্মড টিকিট পাওয়া যায় না। সে’কারণে বুকিং শুরু হওয়া মাত্রই টিকিট কাটতে চান অনেকে। এই সুযোগে ফায়দাই লুটছে রেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#flexy fare, #train fare, #Indian Railway, #trains

আরো দেখুন