বিবিধ বিভাগে ফিরে যান

প্রয়াত চেক-ঔপন্যাসিক তথা লেখক মিলন কুন্দেরা

July 12, 2023 | < 1 min read

প্রয়াত চেক-ঔপন্যাসিক তথা লেখক মিলন কুন্দেরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হলেন লেখক মিলন কুন্দেরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। প্রয়াত লেখকের মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘ রোগভোগের পর ১১ জুলাই প্রয়াত হয়েছেন। লেখক জীবনে, দ্য জোক, ইমমর্টালিটি, ইগনোরেন্স, আইডেন্টিটি, লাইফ ইজ এলস হোয়ারের মতো অসংখ্য জনপ্রিয় বইয়ের জন্ম হয়েছে তাঁর কলম থেকে। তাঁর লেখা প্রায় চল্লিশটি ভাষায় অনুদিত হয়েছিল।

১৯২৯ সালের ১ এপ্রিল চেকস্লোভাকিয়ার ব্রানো শহরে লেখকের জন্ম হয়েছিল। ১৯৬৮ নাগাদ সোভিয়েত রাশিয়ার বিরোধীতা করে তিনি জন্মভূমি থেকে বিতাড়িত হন। ১৯৭৫ সাল থেকে ফ্রান্সে থাকতে আরম্ভ করেছিলেন লেখক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Milan Kundera, #The Unbearable Lightness of Being

আরো দেখুন