খেলা বিভাগে ফিরে যান

লিগের প্রথম ম্যাচেই আটকে গেলে ইস্টবেঙ্গল

July 13, 2023 | < 1 min read

লিগের প্রথম ম্যাচেই আটকে গেলে ইস্টবেঙ্গল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগের প্রথম ম্যাচেই আটকে গেলে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ও রেনবো এফসি ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ভাবে।

মহামেডান, মোহনবাগান লিগে বড় জয় দিয়ে শুরু করলেও পারল না লাল-হলুদ বাহিনী। কলকাতা লিগের জন্য খুব বেশি প্রস্তুতির সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। নিজেদের সেরা ছন্দে পৌঁছতে হলে আরও কয়েকটি ম্যাচ দরকার বিনু জর্জের ছেলেদের।

এদিন চোটের কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়লেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক আদিত্য পাত্র। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। খেলার শুরুতেই রেনবোর আক্রমণ সামলাতে গিয়ে চোট লাগে আদিত্যের। সতীর্থ ডিফেন্ডার অতুল উন্নিকৃষ্ণণের সঙ্গে সংঘর্ষ হয় আদিত্যের। মাঠেই দু’জনকে বেশ কিছুক্ষণ পড়ে থাকতে দেখা যায়। চিকিৎসক মাঠে গিয়ে পরীক্ষা করে দেখেন দু’জনকে। পরিবর্ত গোলরক্ষক হিসেবে মহম্মদ নিশাদ মাঠে নামেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #CFL 2023, #Kolkata, #East Bengal

আরো দেখুন