খেলা বিভাগে ফিরে যান

উইন্ডসর পার্কে যশস্বী-রোহিতের জোড়া শতরানের দাপট, ভারত এগিয়ে ১৬২ রানে

July 14, 2023 | < 1 min read

উইন্ডসর পার্কে যশস্বী-রোহিতের জোড়া শতরানের দাপট

ওয়েস্ট ইন্ডিজ-প্রথম ইনিংস: ১৫০/১০

ভারত- প্রথম ইনিংস: ৩১২/২

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উইন্ডসর পার্ক টেস্টের দ্বিতীয় দিনে সিনিয়র-জুনিয়রের অনবদ্য যুগলবন্দী দেখল বিশ্ব ক্রিকেট।

দ্বিতীয় দিনে ৮০/০ থেকে শুরু করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করলেন যশস্বী জয়সওয়াল। এদিন তাঁর ১০তম শতরান করেন অধিনায়ক রোহিত শর্মাও। দুজনে মিলে প্রথম উইকেটে ২২৯ রান তোলে। ১০৩ রান করে আউট হন রোহিত শর্মা। ১০টি বাউন্ডারি ও ২টি ছয় মারেন রোহিত। এরপর শুভমন গিল নামলেও বেশিক্ষণ মাঠে থাকেননি, ৬ রানের মাথায় আউট হন তিনি। ভারতের স্কোর তখন ২৪০ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন অ্যালিক অ্যাথানেজ ও জমেল ওয়ারিক্যান।

দ্বিতীয় দিনে ভারতের স্কোর প্রথম ইনিংসে ২ উইকেটে ৩১২, ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল (১৪৩) ও বিরাট কোহলি (৩৬)। ভারত এগিয়ে ১৬২ রানে।

বিশ্ব ক্রিকেট এখন অপেক্ষায় নবাগত ও তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল কি পারবেন অভিষেক টেস্টে দ্বিশতরান করে রেকর্ড গড়তে? যদি তিনি দ্বিশতরান করতে পারেন তিনিই হবেন প্রথম ভারতীয় যিনি অভিষেক টেস্টে ডবল সেঞ্চুরি করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ton, #Rohit Sharma, #West Indies, #Windsor test, #Yashasvi jaiswal

আরো দেখুন