রাজ্য বিভাগে ফিরে যান

মনোনয়ন প্রত্যাহার BJP -র ‘ডামি’-র, বিনা নির্বাচনে রাজ্যসভায় বাংলার ৭ প্রার্থী

July 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনিবার রাজ্যসভার ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। সব গুজব উড়িয়ে প্রত্যাশা মতোই এদিন বিধানসভায় এসে সহ-সচিবের কাছে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রথীন্দ্র বসু। সুতরাং, আগামী ২৪ জুলাই বিধানসভায় আর রাজ্যসভা নির্বাচনের কোনও প্রয়োজন পড়বে না। মনোনয়ন জমা দেওয়া বাকি প্রার্থীরা বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভার সাংসদ হবেন। আগামী সোমবারই সাধারণ রাজ্যসভা নির্বাচনে ছয় জন এবং উপনির্বাচনে এক জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র পাবেন বলে জানা গেছে।

বিজেপি কৌশলগত কারণেই ডামি প্রার্থী দিয়েছিল, এরকম জানা যাচ্ছে। শুক্রবার রাজ্যসভা ভোটের স্ক্রুটিনিপর্ব হয় বিধানসভায়। সেই পর্বে তৃণমূলের ছয় জন প্রার্থী-সহ বিজেপির অনন্ত মহারাজ এবং রথীন্দ্র বসুর মনোনয়ন গৃহিত হয়।

রথীন্দ্র বসু মনোনয়ন প্রত্যাহার করার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক-ও-ব্রায়েন, উপদলনেতা সুখেন্দুশেখর রায়, দোলা সেন, অধ্যাপক সামিরুল ইসলাম এবং প্রকাশ চিক বড়াইক। একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন। সেই আসনেও বিনা প্রতিন্দ্বিতায় জয়ী হবেন সাকেত গোখলে। এই প্রথম পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার কোনও সাংসদ হতে চলেছেন অনন্ত মহারাজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #bjp, #tmc

আরো দেখুন