সপ্তাহের প্রথম দিনেই রেল অবরোধ শিয়ালদহ মেন শাখায়, ভোগান্তি নিত্যযাত্রীদের
সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেন চলাচল স্তব্ধ হলো শিয়ালদহ মেন শাখায়
July 17, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেন চলাচল স্তব্ধ হলো শিয়ালদহ মেন শাখায়। স্বভাবিকভাবেই নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার।
জানা যাচ্ছে, ব্যারাকপুরের ১৪ নম্বর রেলগেট অবরোধে শামিল হয়েছে বারাকপুর নাগরিক মঞ্চ। স্টেশনে ফুটব্রিজ সম্প্রসারণের দাবিতে এই রেল অবরোধ। ফলে শিয়ালদহ থেকে আপ ও ডাউন শাখায় কোনও ট্রেন এই মুহূর্তে চলছে না।।