কলকাতা বিভাগে ফিরে যান

কেন খুন হলেন লেকটাউনের দমকলকর্মী? প্রকাশ্যে রগরগে তথ্য

July 17, 2023 | 2 min read

দুষ্কৃতীদের গুলিতে খুন হন দমকল কর্মী স্নেহাশিস রায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বিকেলে লেকটাউনের গ্রিনপার্ক সারদাপল্লিতে নিজ বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন দমকল কর্মী স্নেহাশিস রায়। খুনের তদন্তে নেমে রগরগে তথ্য এল পুলিশের হাতে। খুনের কারণ হিসেবে, পুলিশ আগেই বিবাহবহির্ভূত সম্পর্ক এবং ত্রিকোণ প্রেমের ইঙ্গিত পেয়েছিল। সত্যি হল পুলিশের সন্দেহ। খুনের মাস্টারমাইন্ড তথা লিঙ্কম্যানকে গ্রেপ্তার করার পরই পুলিশের সামনে এল ত্রিকোণ প্রেমেরই গল্প। ধৃত মাস্টারমাইন্ড সাগর হালদার পুলিশি জেরায় জানিয়েছেন, তিনি জানতে পেরেছিলেন তার স্ত্রীর সঙ্গে স্নেহাশিস রায়ের প্রেমের সম্পর্ক ছিল। পথের কাঁটা সরাতেই স্নেহাশিসকে খুনের পরিকল্পনা করে ধৃত সাগর হালদার। এর আগে দমদমেও সে স্নেহাশিস রায়ের উপর হামলা করিয়েছিল। যদিও সে’সময় সাগরের পরিকল্পনা সফল হয়নি। গত বৃহস্পতিবার স্নেহাশিসকে লেকটাউনে গুলি করে খুন করা হয়।

খুনের দিন রাতেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ধরে আফরাজ আনসারি ও আয়ূষ শর্মা নামে, দুই সুপারি কিলার তথা শ্যুটারকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জানায়, এই খুনের পরিকল্পনা করেদিয়েছিল সোদপুরের জনৈক আকাশ মল্লিক। শুক্রবার রাতে পুলিশ আকাশকে গ্রেপ্তার করে। আকাশ পুলিশকে জানায়, একজন লিঙ্কম্যান তার সঙ্গে যোগাযোগ করেছিল। তার নাম তন্ময় পাল। রবিবার ভোররাতে প্রথমে তন্ময়কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করেই মাস্টারমাইন্ডের কাছে পৌঁছয় পুলিশ। সাগরকে গ্রেপ্তার করা হয়। সাগরের বাড়ি মধ্যমগ্রামে। ধরা পড়ার ভয়ে সাগর দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে পালিয়ে গিয়েছিল। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, বারাকপুরে এক খুনের ঘটনায় অভিযুক্ত সাগরের সঙ্গে ব্যবসার সূত্রে স্নেহাশিসের পরিচয় হয়েছিল। তারপর দু-জনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, এক সঙ্গে আড্ডা দেওয়া থেকে মদ্যপান সবই চলে। সাগরের দাবি, ওই পরিচয় থেকেই তার স্ত্রীর সঙ্গে স্নেহাশিসের সম্পর্ক তৈরি হয়েছিল। বুঝতে পেরে খুনের পরিকল্পনা করে সাগর। দমদমে প্রথমে চেষ্টা করলেও, সে যাত্রায় স্নেহাশিস বেঁচে যান। খুনের পরিকল্পনা থেকে পিছু হঠেনি সাগর। বারাকপুর থেকে দু-জন সুপারি কিলারকে নিয়োগ করে সে। তন্ময় নামের একজন তার সঙ্গে সুপারি কিলারদের যোগাযোগ করিয়ে দেয়। টাকার রফাও ওই তন্ময় করেছিল।

স্নেহাশিসের বাড়ি কোথায়, কখন সে বাড়ি থেকে বেরোয়, কখন ঢোকে, বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তা কেমন, খুনের পর কোন দিকে পালাতে হবে, এই সমস্ত প্ল্যান করেছিল আকাশ মল্লিক। নকশা অনুযায়িই সুপারি কিলাররা স্নেহাশিসের বাড়ি পৌঁছয় এবং খুন করে হেঁটে পালিয়ে যায়। সাগরের ত্রিকোণ প্রেমের দাবি খতিয়ে দেখছে পুলিশ। সাগরের স্ত্রীর ও স্নেহাশিসের কললিস্ট খতিয়ে দেখবে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#fireman, #Kolkata, #Murder In Kolkata, #Lake Town murder case, #Lake Town

আরো দেখুন