রাজ্য বিভাগে ফিরে যান

কেন বাংলায় এবার আসছেন নাড্ডার গড়া পাঁচ সাংসদের বিশেষ দল? জেনে নিন

July 17, 2023 | < 1 min read

কেন বাংলায় এবার আসছেন নাড্ডার গড়া পাঁচ সাংসদের বিশেষ দল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের পরাজয়ের পাশাপাশি বিরোধী দলের জোট নিয়ে সত্যিই চিন্তিত বিজেপি? এমনই প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে কয়েকদিন আগেই একাধিক জেলায় ঘুরে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল যার নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

এবার পঞ্চায়েতে মহিলাদের উপর হিংসার ঘটনা খতিয়ে দেখতে জন্য বিজেপির মহিলা নেত্রীদের একটি প্রতিনিধি দলকে বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। এই কমিটির নেতৃত্ব দেবেন লোকসভার সাংসদ সরোজ পাণ্ডে। তাঁর সঙ্গে থাকছেন আরও চার বিজেপি সাংসদ, অপরাজিতা সারেঙ্গি, কবিতা পাটিদার, রমা দেবী ও সন্ধ্যা রায়।

জানা যাচ্ছে, সাংসদ সরোজ পাণ্ডের নেতৃত্বে এই কমিটি খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা গঠন করে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #JP Nadda, #west bengal BJP, #politics, #Women representatives

আরো দেখুন